আটগ্রামের ডাঃ শামসুদ্দীন চৌধুরী আর নেইঃ বিভিন্ন মহলে শোক প্রকাশ

৩নং কাজলসার ইউনিয়ন চারিগ্রাম কাজিরপাতন নিবাসী মরহুম আং বারী চৌধুরী সরপঞ্চ এর প্রথম ছেলে ও বীর মোক্তিযোদ্ধা মরহুম আপ্তাব উদ্দিন চৌধুরীর বড় ভাই ডাঃ শামছুদ্দীন চৌধুরী(৮১)অদ্য বেলা ১:০০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারনে ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কর্মজীবনে তিনি সিলেট সদর হাসপাতালের রেজিস্টার্ড সার্জন ছিলেন, তারপর মৌলভীবাজার সরকারী হাসপাতালের দীর্ঘদিন প্রধান দায়িত্বে থেকে অবসরে যান।
এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড নিজস্ব মালিকানাধীন শাহ মস্তফা এক্সরে ক্লিনিক প্রতিষ্ঠা করেন।
তিনি মৌলভীবাজার বি.এম এর তিন বারের সভাপতি, বঙ্গবন্ধু চিকিৎসা পরিষদের আজীবন সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনির ২ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে যান।
মরহুমার জানাযার নামাজ আগামীকাল বাদ আছর আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্টিত হইবে।
মরহুমের মৃত্যুতে জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুস ছবুর, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, ইছামতি কামিল মাদ্রাসার আরবী প্রভাষক এম এ লতিফ শামীম, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুস ছবুর, কাজলসার ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, কাজলসার ইউপি আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আব্দুল হান্নান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, লতিফিয়া আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ চৌঃ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন চৌঃ, সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া, আটগ্রাম বাসষ্ঠেশন বাজারের সভাপতি শামছুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মাদ মাহতাব উদ্দিন, আটগ্রাম বাজারের সাধারন সম্পাদক আব্দুল খালিক ও ব্যবসায়ী, রাজনীতিবিদ সর্বমহল শোক প্রকাশ করে মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *