যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাজ্য হাওয়াই এর দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ডগলাস’!

আন্তর্জাতিক ডেস্ক থেকে, কবির আহমেদঃ হারিকেন ডগলাস রাজধানী হনলুলু থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। শুরুতে হারিকেন ক্যাটাগরি-৪ থাকলেও পরিবর্তীতে ক্রমশ দুর্বল হয়ে উপকূলের দিকে এগুচ্ছে। বর্তমানে এর গতিবেগ ঘন্টায় ১১০ কি.মি. থেকে ১২০ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে ইউরোপীয় সময় সোমবার ভোররাতে এটি উপকূলের উপর আছড়ে পড়বে।
ক্যাটাগরি ৪–এর ঘুর্ণিঝড়টিকে শুক্রবার থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে যেতে শুরু করে। পরের দু’দিনে সামান্য শক্তিক্ষয় করে। হনলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। রবিবার যখন এই ঝড়টি আছড়ে পড়বে তখন এর শক্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সমস্ত রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে অনেককে নিরাপদ আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে।
6,818 total views, 1 views today