বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত।

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুন, বিশেষ প্রতিনিধিঃ বার্সেলোনার প্লাজা পেদ্রো তথা শহীদ মিনার চত্বর সংলগ্ন রেষ্টুরেন্টে ০৬ অক্টোবর ২০১৯ ইং রবিবার বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার এক সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক হিরা আলম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু। সাধারণ সম্পাদক হিরা আলম তার সঞ্চালনার প্রাথমিক আলোচনায় সেবার প্রয়াসে সংগঠনের গুরুত্ব তোলে ধরেন।পরে ক্রমান্বয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন এর উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা আনা মিয়া,সিনিয়র সহ সভাপতি শফিউল আলম শফি,সহ সভাপতি রাসেল হাওলাদার,সহ সভাপতি ময়নুল আবেদীন, সহ সভাপতি গিয়াস উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক শফিক খান,যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালেব আল মামুন লাভু,সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ,সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমদ ,সহ সাংগঠনিক সম্পাদক আক্কাছ মিয়া,অর্থ সম্পাদক সাব্বির আহমদ দুলাল, সহ অর্থ সম্পাদক আশিদুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুতলিব,সাংস্কৃতিক সম্পাদক ওয়াসি উদ্দিন, সেচ্ছাসেবক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ, বক্তারা সংগঠনের স্বার্থ ও স্বার্থ বিরোধী কার্যকলাপ সম্পর্কে বিশেষ আলোচনা করেন তথা সেবার স্বার্থে বার্সেলোনায় বসবাসরত সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে সর্ব প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মধ্যো দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
