ভোলার মনপুরায় মোবাইল ব্যাংকের এজেন্টকে নির্মমভাবে গলা কেটে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্ত ।
ভোলা থেকে, বিশেষ প্রতিনিধিঃ রিপন শান । দূর্বৃত্তদের জিঘাংসায় দ্বীপজেলা ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় প্রাণ হারিয়েছে ডাচবাংলা মোবাইল ব্যাংক এর স্হানীয় এজেন্ট মোঃ আলাউদ্দিন (৩৮) । সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পর ওই এজেন্টের নিজ বাড়ির সামনের উঠানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ মজিবুল হক মোল্লার বড় ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা । সে ৪ সন্তানের জনক। তার ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট এর পাশাপাশি , বিকাশ, রকেট, সার, কীটনাশক ব্যাবসা ছিল।
নিহত আলাউদ্দিনের প্রতিবেশী আমিনুল ইসলাম শামীম জানান, সোমবার রাতে এজেন্ট ও ব্যবসায়ী আলাউদ্দিন গলায় হাত ধরে আমার বাড়িতে দৌড়ে আসে। প্রথমে আমি ভয় পেয়ে যাই। তার সারা শরীরের রক্তমাখা ছিল। একপর্যায়ে আমি ডাকচিৎকার শুরু করলে তার স্ত্রীসহ ছেলে-মেয়ে ও স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। পরে মোটরসাইকেলযোগে মনপুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
মনপুরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ মশিউর রহমান জানান, গলাকাটা রোগিটি হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়।