“মতিউর রহমান শাহিন”কে বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সংবর্ধনা প্রধান ।

স্পেন থেকে, এইচ এম দবির তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব, নিরাপদ সড়ক চাই, নিসচার সভাপতি ও বালাগঞ্জ এস এম মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান শাহিনকে বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাদ্রিদে সংবর্ধনা প্রদান করা হয়েছে । গতকাল ০৮অক্টোবর রোজ মঙ্গলবার মাদ্রিদ এর বাংলা টাউন রেস্টুরেন্টে বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ।অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মতিউর রহমান মিনার । সংবর্ধনা অনুষ্ঠান কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় । মানবতার সেবায় কাজ করলে ,মানুষের নিরেট ভালোবাসা পাওয়া যায় ,আজকের এই অনুষ্ঠানই তাঁর প্রমাণ । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তোয়াবুর রহমান।|অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মতিউর রহমান মিনার । যুব নেতা ওলিউর রহমান ও আবু সুফিয়ান বাদশার যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,লন্ডন প্রবাসী আহবাবুর রহমান মিরন ,বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি আল মামুন ,কমিউনিটি ব্যক্তিত্ব আবুল খায়ের ,সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান ,গ্রেটার সিলেট এসোসিয়েশন এর আহ্বায়ক ফয়জুর রহমান , আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোত্তাকিন মুজাক্কির ও এইচ এম ,দবির তালুকদার ,সদস্য সচিব আবু জাফর রাসেল ,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী ,ইসলাম উদ্দিন পংকি ,মৌলভীবাজার এসোসিয়েশন ইন স্পেনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম ,মৌলভী বাজার অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল হামিদ ,বিশিষ্ট কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ , জহিরুল ইসলাম নয়ন, দুলাল সাফা ,জাকির হুসেন ,লুৎফুর রহমান ,আসাদুর. রহমান সাদ ,আজম খান , সাইফুর রহমান লিটন ,জেন্স সিপার ,শাওন আহমেদ ,মিজান চৌধুরী ,এম এ আই আমিন প্রমুখ । অনুষ্ঠানের শেষে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ,বালাগঞ্জ প্রবাসীরা ।অনুষ্ঠান শেষে নৈশ্য ভোজে সবাই অংশগ্রহণ করেন ।উল্লেখ্য ,মতিউর রহমান শাহিন এক সংক্ষিপ্ত সফরে গতকাল রাতে মাদ্রিদ এয়ারপোর্টে এসে পৌঁছালে ,তাকে সংগঠনের পক্ষ থেকে বিপুল ভাবে অভ্যর্থনা জানানো হয় ।

