নয়দিন ধরে নিখোঁজ চরফ্যাসন মুখারবান্দার শাহীন, হন্যে হয়ে খুঁজছে তার মা ও ফুফু ।

ভোলা থেকে, বিশেষ প্রতিনিধি, রিপন শানঃ ভোলার চরফ্যাসন উপজেলার মুখারবান্দা এলাকার লতাবাড়ির মফিজল মাঝির নাতি, মৎস্য জীবী আনারুল এর পুত্র মোঃ শাহিন গত ৩০ সেপ্টেম্বর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে ।

কিছুটা মানসিক ভারসাম্যহীন হাবাগোবা প্রকৃতির মৃগী রোগী মোঃ শাহীন (১৯) কে পুরো জেলাব্যাপী হন্যে হয়ে খুঁজছে তার হতভাগ্য মা কহিনূর বেগম ও ফুফু রোকেয়া বেগম । তারা এই প্রতিবেদককে জানিয়েছে- কেউ কিছু অফার করলেই সহজ-সরল শাহীনআল্লাহু  আকবর বলে আযান দিয়ে শোনায় । এটা তার কমন সিমটম । সে তার বাবা, মা, দাদা ও বাড়ির নাম বলতে সক্ষম ।

নিখোঁজ শাহীনের সন্ধান পেলে সহৃদয়বান ব্যক্তি কে ০১৩১৪৫৬৩৪৭৩ অথবা ০১৭১০৩০৭৩৯৬ অথবা ০১৯১৯০১৪৪৯৬ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছে  শাহীনের ব্যথিত পিতা-মাতা ।
এছাড়া আমাদের বিশেষ প্রতিনিধি রিপন শান কে ও জানাতে পারেন, মোবাইল নং ০১৭১৯৩১৬৬৮৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *