স্পেনের মাদ্রিদে চলছে শারদীয় দুর্গোৎসব।

স্পেন থেকে,এইচ এম দবির তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ দেবী দূর্গার আগমন ঘটবে আর অশুভ শক্তি নিবে বিদায় সর্বজীবের মঙ্গল ও শান্তি প্রতিষ্ঠা হবে, এমন ধর্মবিশ্বাস নিয়ে প্রতি বছরের মত এবারও মাদ্রিদে হিন্দু ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা পূজার উৎসব শুরু করেছে । মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশনের হল রুমে প্যান্ডেল তৈরী করে পূজা জন্য মন্ডপে প্রতিমা মূর্তি বসানো হয়েছে । পূজার জন্য হলটি সাজিয়েছেন বর্ণিল সাজে, শাহ আব্দুল করিম এর সখী কুঞ্জ সাজাও প্রাণনাথ আসিতে পারে গান গেয়ে নৃত্যের তালে প্রভুভক্তদের চলছে পূজা-অর্চনা । আজ মা অষ্টমীর দিনে নিমন্ত্রিত অতিথিদের ছিল উপচে পড়া ভিড় । বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হিসেবে পূজা মন্ডপ পরিদর্শন করেন লেবার উইন শরিফুল ইসলাম l ইন্ডিয়া অ্যাম্বেসেডর ও তার পরিবারের সদস্যদের নিয়ে গতকাল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন । ধর্ম বর্ণ নির্বিশেষে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন ,রাজনৈতিক আঞ্চলিক কমিটির সকল ধর্মের মানুষ । তাছাড়া পূজামণ্ডপে স্প্যানিশ খৃষ্টান ক্যাথলিক উৎসবে অংশগ্রহণ করেন । আমন্ত্রিত অতিথিদের প্রসাদ মিষ্টি ও ফলমূল দিয়ে আপ্যায়ন করেন,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ । পূজা উদযাপন পরিষদের সভাপ্রতি স্বপন কুমার সাহা বলেন । প্রবাসে পূজার আয়োজন কষ্টসাধ্য পূজার জিনিসপত্র ব্যয়বহুল লন্ডন থেকে আনতে হয় । স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি । কিন্তু প্রতি বছরের তুলনায় এবার একটু অন্যরকম নতুন আঙ্গিকে সাজিয়েছেন মহাদেবী কে ,যারা আয়োজনে রয়েছেন । বিকাশ চক্রবর্তী ,উত্তম মিত্রা ,শ্যামল তালুকদার ,মান্না চক্রবর্তী ,শংকর রায় ,বাপ্পি ,কাজল চন্দ্র চন্দ্র ,তাপস দেবনাথ ,পলাশ সাহা ,সেম নাথ ,শংকর পদ্দার ,দুলাল দাস ,সেমল পাল ,কমল মন্ডল ,দিলিপ শা,পলাশ পোদ্দার ,সমন শীল ,বিষ্ণু মন্ডল ,শমর বাদ্ধিয়া,দিলীপ সূত্রধর ,বিশ্বজিৎ চক্রবর্তী ,জয় সাহা ,অরুণ চৌধুরী ,শেখর চন্দ্র মাল ,সুব্রত দাস ,রাহুল দেব ,সৌরভ মন্ডল ,গোবিন্দ সরকার প্রমুখ।