অষ্ট্রিয়ার পশ্চিমাঞ্চল Tirol এর পর এবার ভিয়েনায় করোনা ভাইরাস চিহ্নিত ।

নিউজ ডেস্কঃ ইউরোপের ইতালি, স্পেন এবং ফ্রান্সের পর এবার অষ্ট্রিয়ার রাজধানী শহর ভিয়েনায় করোনা ভাইরাসে ১ জনকে চিহ্নিত করা হয়েছে । আক্রান্ত ব্যক্তির বয়স ৭২ বছর । আক্রান্ত ব্যক্তিকে ভিয়েনার একটি নামকরা হাসপাতালে (Rudolfstiftung) রাখা হয়েছে।
গতকাল অষ্ট্রিয়ার পশ্চিমাঞ্চল Tirol শহরে যে ২জন কে চিহ্নিত করা হয়েছিল তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে ।
এদিকে অষ্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয় করোনা ভাইরাসের তথ্য জানার জন্য হট লাইন চালু করেছেন- ১৪৫০ এই নাম্বারে যে কোন তথ্য জানা যাবে ।
এছাড়া করোনা ভাইরাস হট লাইন -০৮০০ ৫৫৫ ৬২১ (২৪ ঘণ্টা কল করা যাবে)
2,819 total views, 1 views today