অষ্ট্রিয়ায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাঃ ৬৬ রোগী শনাক্ত
নিউজ ডেস্কঃ আজ এক সংবাদ সম্মেলনে হাজির হন অষ্ট্রিয়ার প্রধান মন্ত্রী Sebastian Kurz, স্বরাষ্ট্র মন্ত্রী Karl Nehammer এবং স্বাস্থ্যমন্ত্রী Rudolf Anschober । অষ্ট্রিয়ায় এ পর্যন্ত ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানানো হয় । এ পর্যন্ত ৬৭১১ জনকে করোনা ভাইরাস সন্ধেহে পরীক্ষা করা হয়েছে ।

এ ভাইরাসে সাড়া বিশ্বে ১,০১,৭৬৫ জন আক্রান্ত হয়, এর ভীতর ৩,৪৫০ জনের মৃত্যু হয় এবং ৫৫,৮৬৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরে যান ।
সংবাদ সম্মেলনে জানিয়েছে,করোনা ভাইরাসের লক্ষ্যন দেখামাত্র হাসপাতালে না গিয়ে সরাসরি ১৪৫০ নাম্বারে ফোন করতে । এ ভাইরাস সম্পর্কে তথ্য জানতে ০৮০০-৫৫৫-৬২১ এই নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করছে ।
2,562 total views, 1 views today