সেলফি নিয়ে ছেলেখেলা নয়

ফ্যাশন ডেস্ক: আজকাল ফোন কেনার সময় আমরা প্রথম দেখি সেলফি কেমন হয়। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করি। আর বিশেষ দিনগুলোতে সেলফি তোলা মাস্ট। খুব সাধারণ এই সেলফির সঙ্গে জড়িয়ে থাকে নানারকম সামাজিক ব্যাখ্যাও৷ ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ নর্থওয়েস্টের কমিউনিকেশনের অধ্যাপক ইভ বোতান্ডো বলেন, একটি সেলফি তুলে ধরে ব্যক্তির ব্যক্তিত্ব, তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থান। 

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কীভাবে সেলফি তুলবেন জেনে নিন: 
 
•    সকালে প্রকৃতির আলোয় সবথেকে সুন্দর সেলফি হয় 

•    সবসময় ফোনসেটটি ওপরের দিকে ধরুন, এতে সেলফিতে আপনাকে অনেক স্লিম লাগবে

•    সেলফি তোলার সময় অবশ্যই খেয়াল রাখুন, যে জায়গাগুলো ফ্রেমে আসে সেগুলো যেন পরিষ্কার ও গোছানো থাকে 

•    ঘরের বাইরে দিনের বেলায় সেলফি তুলতে সানগ্লাস ব্যবহার করুন, অনেক বেশি স্টাইলিস্ট লাগবে

•    সেলফিতে সাবলীল ও প্রাণবন্ত হাসি দিন 

•    একইভাবে কয়েকটি সেলফি তুলুন, এরপর যেটি ভালো লাগে, রেখে অন্যগুলো মুছে নিন

•    প্রতিটি ছবির জন্য ফ্রেমিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর চোখের চারপাশে ফ্রেমিং করতে পারলে বেশ সুন্দর সেলফি তোলা সম্ভব 

•    সেলফি তোলার সময় সতর্ক ও নিরাপদে থাকতে হবে। ঝুঁকি নিয়ে ছবি তুলতে গিয়ে বড় ধরনের বিপদ হতে পারে। 

ইউএস/ফ্যাশন/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *